শিশু আগ্নেয়গিরি ‘তাল’: ছোট হলেও ভয়ঙ্কর
ফিলিপাইনের ক্ষুদ্র আগ্নেয়গিরি ‘তাল’ অনেকবার লাভা উদগীরণ করেছে। এর ভেতরে রয়েছে জটিল একটি অগ্নিতন্ত্র। দেশটির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এটি।
গত কয়েকদিন ধরে আগ্নেয়গিরিটি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তেতাল্লিশ বছর ধরে শান্ত থাকার পর ফের লাভা উদগীরণের কারণে ভূমিকম্প হচ্ছে, এছাড়াও সমস্ত লুউজন দ্বীপের আকাশে ছাই উড়ছে। রয়েছে সুনামির আশঙ্কা৷
বিজ্ঞানীরা ধারণা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে পারে। এ কারণে এর আশপাশ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। আগ্নেয়গিরির সক্রিয়তায় ক্ষণে ক্ষণে বাজ পড়ছে।
আরও পড়ুন: ফিলিপাইনে আগ্নেয়গিরির লাভা-ঝরনা, সুনামি সতর্কতা জারি
তাল আকারে ক্ষুদ্র হলেও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিইসমোলজির প্রধান রেনাটো সোলিডাম বলেছেন, আগ্নেয়গিরিটি ক্ষুদ্র। কিন্তু এটি ভয়ঙ্কর।
‘তাল’ আগ্নেয়গিরির অভ্যন্তরে রয়েছে জটিল অগ্নিপদ্ধতি। এ আগ্নেয়গিরিটির জ্বালামুখ একটিতে সীমাবদ্ধ নয়, বরং একাধিক। এসব জ্বালামুখের দিক ও প্রকৃতি পরিবর্তনশীল।
নিউজিল্যান্ড এর ইউনিভার্সিটি অব সেন্টারবারির সহকারী অধ্যাপক বেন কেনেডি বলেছেন, ‘তাল’ শিশু আগ্নেয়গিরি, কিন্তু বড় আগ্নেয়গিরিগুলো থেকেও ভয়ানক।