হরমুজ প্রণালিতে শক্তি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: কোরিয়া হেরাল্ড

ছবি: কোরিয়া হেরাল্ড

হরমুজ প্রণালিতে নৌ-সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। জলদস্যুদের হাত থেকে কোরিয়ান নাগরিক এবং জাহাজের নিরাপত্তায় সৈন্য পাঠানোর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি এলাকা পর্যন্ত তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোরিয়ান নাগরিক এবং জাহাজের নিরাপত্তায় নৌবাহিনীর একটি টাস্কফোর্স পাঠানো হচ্ছে।

২০১৯ সালের মে তে ওমান সাগরে কয়েকটি জাহাজে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে আমেরিকা এবং মদদপুষ্ট সৌদি আরব ইরানকে দোষারোপ করে আসছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

হরমুজ প্রণালি তেল পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। এখানে প্রভাব বিস্তার করতে অনেক দেশই চেষ্টা করে আসছে।