রোহিঙ্গাদের পক্ষে আইসিজেতে আইনজীবী নিয়োগ দিল মালদ্বীপ

  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের আদেশ
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আমাল ক্লুনি, ছবি: সংগৃহীত

আমাল ক্লুনি, ছবি: সংগৃহীত

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের বিচারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালতে আইসিজেতে মানবিধকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ করেছে এশিয়ার দেশ মালদ্বীপ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মালদ্বীপ সরকার থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মালদ্বীপ সরকার জানায়, আফ্রিকার দেশ গাম্বিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে তারা আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে। রোহিঙ্গাদের সুরক্ষার জন্য অস্থায়ী ব্যবস্থা ও চলমান মামলায় প্রমাণাদি ধ্বংস রোধে আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায় তারা।

আমাল ক্লুনিকে উদ্ধৃত করে মালদ্বীপের সরকার বলেছে, মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার জবাদিহিতা ও বেঁচে থাকাদের সঠিক বিচারে কাজ করতে চায় আমাল ক্লুনি।

বিজ্ঞাপন

২০১৭ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে গণহত্যা রোধে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। যার প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায় দেয় আইসিজে। রায়ে আইসিজে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যা রোধে জরুরি ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিল।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের মামলা লড়েছিলেন অমল ক্লুনি। ২০১৫ সালে জাতিসংঘের আদালতে নাশিদের ১৫ বছরের সাজাকে বেআইনি হিসেবে নিয়ে আসেন এই আইনজীবী।