ইরাকে রকেট হামলায় মার্কিন ও ব্রিটিশ সেনাসহ নিহত ৩



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

  • Font increase
  • Font Decrease

ইরাকের বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ২ আমেরিকান ও ব্রিটেনের ১ সৈন্য নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও ১২ জন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাগদাদের উত্তরের তাজি সামরিক ক্যাম্পে এ হামলা করা হয়।

মার্কিন সামরিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, তাজি ক্যাম্পে রকেট হামলায় একজন মার্কিন সৈন্য, একজন মার্কিন কনট্রাক্টর ও একজন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ইরাক ও সিরিয়ায় অবস্থান করা মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে এক বিবৃতিতে জানায়, তাজি ক্যাম্পে ১৮টি রকেট আঘাত করেছে ও এতে জোটের তিনজন সদস্য নিহত হয়েছে।

ম্যাপের ছবি, ছবি: বিবিসি

এর আগে এক টুইট বার্তায় মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এ হামলা হয়। এই হামলার তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরাকে তাজি ক্যাম্পের হামলায় ব্রিটিশ সেনা নিহত হওয়ার ঘটনা সম্পর্কে আমরা অবগত রয়েছি। ঘটনার তদন্ত চলছে।

এক বিবৃতিতে এই হামলাকে শোচনীয় বলে আখ্যা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ইরাকে আগের হামলাগুলোর জন্য ইরান সমর্থিত বিভিন্ন সংগঠনকে দায়ী করে আসছে ওয়াশিংটন।

মার্কিন ড্রোন হামলায় ইরাকের দ্বিতীয় সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে ইরাকের মার্কিন নেতৃত্বাধীন ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছে। ৮ জানুয়ারি আল-আসাদ ক্যাম্পে ইরানের হামলার পরে প্রায় ১০০ মার্কিন সেনা মস্তিষ্কের আঘাতে ভুগছে।

   

 একদিনে ৮০ বারেরও বেশি ভূমিকম্প তাইওয়ানে



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ২৪ ঘণ্টারও কম সময়ে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত দেশটির পূর্ব উপকূলে কম্পনগুলো অনুভূত হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। একের পর এক অনুভূত হওয়া এসব ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে ওঠে।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।

হুয়ালিয়েনের দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে, গত ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল এদিন আরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুর দিকে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাইওয়ানের হুয়ালিয়েন শহর। এতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটে।



;

কংগ্রেসকে তুলোধুনো করলেন নরেন্দ্র মোদি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিরোধী দল কংগ্রেসের নেতারা আশা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করে জনগণের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এরা (কংগ্রেস) ক্ষমতায় এলে আপনার সম্পদ ছিনিয়ে নেবে।

সোমবার (২২ এপ্রিল) উত্তরপ্রদেশের আলিগড়ে নির্বাচনী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেসের প্রশ্ন কেন মোদি একটি উন্নত ভারতের কথা বলেন, কেন তিনি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার কথা বলে। কারণ এরা (কংগ্রেস) জনগণের জন্য নয় শুধু তাদের পরিবার ও ক্ষমতার লোভ ছাড়া কিছুই বুঝে না, বলেন মোদি।

কংগ্রেসের ইশতেহার সম্পর্কে সতর্ক করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আপনার আয়, সম্পত্তির দিকে নজর দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেসের রাজপুত্র বলেছেন যে তারা সরকার গঠন করলে, কে কত উপার্জন করে, কত সম্পদের মালিক এবং কতগুলো বাড়ির মালিক তা তদন্ত করবে। তারা আপনার সম্পত্তি সবার মধ্যে বিতরণ করবে বলে তাদের ইশতেহারে উল্লেখ করেছে।

কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে বিতর্কিত মন্তব্যের জের ধরে দলটির প্রতিনিধিদল সোমবার (২২ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

কংগ্রেস নেতা অভিষেক সিংভি সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সম্প্রদায়কে অনুপ্রবেশকারীদের সাথে তুলনা করেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে বলেছি।

এর আগে, নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গাদাগাদা অভিযোগ পাঠানো হয়েছে। কিন্তু ঘটনা হলো, আজ পর্যন্ত মোদি বা অমিত শাহর বিরুদ্ধে কমিশন একবারও কোনো ব্যবস্থা নেয়নি।

;

শ্রীলঙ্কায় রেস কার দুর্ঘটনায় নিহত ৭, আহত ২১



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কায় একটি মোটর ইভেন্টে রেস কার দুর্ঘটনায় এক শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন।

রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার শহর দিয়াতলাওয়াতে এ দুর্ঘটনাটি ঘটে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ২জন মারা যায়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয় পুলিশ দুই চালককে আটক করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত চলছে।

পুলিশের মুখপাত্র নিহাল তালদুয়ার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি তার নির্দিষ্ট লেন থেকে ছিটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কান নাগরিকরা ট্র্যাকের কিছু অংশে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কা অটোমোবাইল স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত এই ইভেন্টটি ১৯৯ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তবে দেশটির অর্থনৈতিক সংকট ও মহামারির বিধিনিষেধ এবং বিভিন্ন সমস্যার কারণে পাঁচ বছর বন্ধ থাকার পর এটি ছিল প্রথম রেস।

;

তাইওয়ানে একদিনে ৪ বার ভূমিকম্প



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েনে এক দিনে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

কয়েক ঘণ্টায় কেবল কেঁপে কেঁপে উঠছে। শক্তিশালী এক ভূমিকম্পের পর সেখানে ৬০ বার কম্পন অনুভূত হয়েছে।

রোববার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। এছাড়া, দেশটির তাইচুং, নান্টৌ ও চাংহুয়া কাউন্টিতেও আরও ৩টি কম্পন অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪ দশমিক ৮, ৪ ও ২।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, চলতি মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর ৫ দশমিক ৫ মাত্রাই ছিল সবচেয়ে শক্তিশালী।

হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।

চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।

;