ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর প্রতিশোধমূলক হামলা যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

ইরাকের বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন তাজি ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গ্রুপের বিরুদ্ধে প্লেন হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে মিলিশিয়া গ্রুপগুলোর অন্তত পাঁচটি অস্ত্রের গুদামে প্লেন হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ইরাকে ইরান সমর্থিত খাতিব হিজবুল্লাহর ওপর প্লেন হামলা চালানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার মধ্যে মুসলমানদের পবিত্র শহর কারবালার একটি নির্মাণাধীন বিমানবন্দরও রয়েছে।

বিজ্ঞাপন

এই হামলা একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা ও তাজি ঘাঁটিতে হামলার প্রতিশোধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরান সমর্থিত খাতিব হিজবুল্লাহ ইরাকের এমন একটি মিলিশিয়া গ্রুপ যারা কিনা ইরাকের আইএস ও লেবান্ত জঙ্গিদের পরাস্ত করতে সাহায্য করেছিল।

মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে জানানো হয়, যেসব অস্ত্রের গুদামে হামলা চালানো হয়েছে সেখানে মার্কিন জোটকে হামলা করার জন্য অস্ত্রগুলো মজুদ করে রাখা হয়েছিল।

এর আগে তাজি ঘাঁটিতে রকেট হামলা এক মার্কিন সেনা, এক মার্কিন কনট্রাক্টর ও একজন ব্রিটিশ সেনা নিহত হয়। যার প্রেক্ষিতে এসব হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মাইক এস্পার বলেন, আমাদের লোক ও জোটদের লক্ষ্য করে কোনো হামলা আমরা বরদাস্ত করবো না। তারও আগে এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানান, ব্রিটিশদের সঙ্গে এই যৌথ হামলা করা হয়েছে। ফরাসি সংবাদ সংস্থা এএফপিও একই ধরণের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবারে শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশোধমূলক হামলা করার জন্য পেন্টাগনকে নির্দেশ দেয়।

প্রসঙ্গত, মার্কিন ড্রোন হামলায় ইরাকের দ্বিতীয় সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে ইরাকের মার্কিন নেতৃত্বাধীন ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছে। ৮ জানুয়ারি আল-আসাদ ক্যাম্পে ইরানের হামলার পরে প্রায় ১০০ মার্কিন সেনা মস্তিষ্কের আঘাতে ভুগছে। আর দুদেশের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।