মহারাজা এক্সপ্রেস: ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেনে ভ্রমণ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ভারতের ‘প্যালেস অন হুইলস’ ট্রেনের কথা সবাই জানেন। দেশটির বিলাসবহুল ট্রেনযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছিল ‘প্যালেস অন হুইলস’ উদ্বোধনের পর। কিন্তু জানেন কি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশন আরও একটি ট্রেন তৈরি করেছে, যা বিলাসিতা ও আভিজাত্যে পিছনে ফেলে দিতে পারে পৃথিবীর অন্যান্য প্রথম সারির বিলাসবহুল ট্রেনকে। হ্যাঁ, কথা হচ্ছে বর্তমানে ভারতের সব থেকে বেশি বিলাস বহুল, ব্যয়বহুল ও আরামদায়ক ট্রেন মহারাজা এক্সপ্রেসের।

ভারতীয় রেলওয়েজ এবং রাজস্থান ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন যখন ‘প্যালেস অন উইলস’ এর উদ্বোধন করে, তখন বিলাস এবং বৈভবের দিক থেকে এর সঙ্গে পাল্লা দেওয়ার মতো আর কোনও ট্রেন ভারতে ছিল না। এমনকি ২০১০ সালে পৃথিবীর চতুর্থ বিলাসবহুল ট্রেন হিসেবে নির্বাচিত হয় এই ট্রেনটি। তবে বর্তমানে করা একটি সমীক্ষা বলছে, প্যালেস অন উইলস-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মহারাজা এক্সপ্রেস। শুধু ভারতেই নয়, এশিয়ার অন্যতম ব্যায়বহুল ট্রেন এখন মহারাজা এক্সপ্রেস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Jul/31/2018-Jul-31_18_30_40_news_post.jpg

বিভিন্ন প্যাকেজ অনুসারে ট্রেনটিতে বিভিন্ন রেঞ্জের ভাড়া নির্ধারণ করা আছে। সর্বোচ্চ ভাড়া ২৬ হাজার ডলার।  সব খাওয়া এবং ড্রিঙ্কংস এই ভাড়ার মধ্যেই। ২৩টি বগির এই ট্রেনে ৮৮ যাত্রী সফর করতে পারবেন। ভারতের উত্তরাঞ্চলের রাজস্থান রাজ্যের রাজা মাহারাজাদের ভূমি এখন বিখ্যাত ‘মহারাজা এক্সপ্রেস’ এর কারণে। দর্শনার্থীদের জন্য দারুণ আকর্ষণ এই ট্রেনে ভ্রমণ। ‘হেরিটেজ অব ইন্ডিয়া’ প্যাকেজে ৭দিন ৬ রাতের দীর্ঘ ভ্রমণ শুরু হয় মুম্বেই স্টেশন থেকে। এরপর একেকদিন একেক শহড়ে গিয়ে থামে ট্রেনটি। উদয়পুর, যোধপুর, বিকানোর, জয়পুর, র‌্যানথম্বোরপুর এন্ড ফতেপুর সিক্রি ও সবশেষে আগ্রা।

মুম্বাই থেকে রাজস্থানের এই দীর্ঘ যাত্রায় আপনি দেখতে পাবেন বিখ্যাত সব প্রাচীন দুর্গ, প্যালেস, মার্বেল নির্মিত সৌধের জন্য। জয়পুর থেকে ঝোধপুর পর্যন্ত দীর্ঘ যাত্রায় বিশাল বিশাল প্রাসাদ, মরুভূমির বিশালতায় চোখ জুরিয়ে যায় পর্যটকদের। দর্শনাথীদের বারবার ব্যাগ গোছানোর কোন চাপ নেই। শুধু নতুন নতুন স্টেশনে পৌঁছানো আর জায়গাগুলো আবিস্কার করা। বাকী সব দায়িত্ব দেখভাল করে ট্রেনের কর্মকর্তা, কর্মচারীরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Jul/31/2018-Jul-31_18_30_55_news_post.jpg

মহারাজা ট্রেনের ভেতরে ভীর-ভাট্টার বালাই নেই ট্রেনের ভেতরে। চারদিকের দেওয়ালগুলো অভিজাত, ঐহিত্যবাহী নকশা করা। ট্রেনে প্রতি চারজন অতিথির সেবায় তিনজন কর্মচারী নিয়োজিত থাকে। ট্রেনের পরিষেবার অংশ হিসেবে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ভারতীয় ঐতিহ্যবাহী নন্দনতত্ত্বের নানা উপকরণ। রাজস্থানের রাজ্যের বিভিন্ন জায়গায় আট দিনের যাত্রায় মনে হবে আপনি যেন রাজপারিবারেরই কেউ।

ট্রেনে অতিথিদের থাকার জন্য তৈরী কেবিনগুলো ১১২ স্কয়ার ফিটের, আধুনিক সকল সুযোগ সুবিধা সেখানে নিশ্চিত করা আছে। প্রেসিডেন্টিয়াল স্যুটে দুটো বেডরুম, ব্যক্তিগত লিভিং এরিয়া, বাথটাব, রাজকীয় সাজসজ্জা সবকিছুই আছে। থাকার ঘরের ডাইনিং, বার, লাউঞ্জ, জেনারেটর এবং স্টোর কারের পাশাপাশি ব্যবস্থা আছে । প্রতিটি কেবিনে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা, এলসিডি টিভি, ডিভিডি প্লেয়ার, টেলিফোন, লাইভ টিভি, ইন্টারনেট কানেকশন এবং সেফ-ডিপোজিট বক্স।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Jul/31/2018-Jul-31_18_31_19_news_post.jpg

মহারাজা এক্সপ্রেসে খাওয়া-দাওয়ার যে আয়োজন আছে, তার নামের সঙ্গে একদম মানানসই বলা যায়। ‘ময়ূরমহল’ এবং ‘রঙমহল’ নামে ভারতের স্থানীয় সব খাবারের আয়োজন নিয়ে আছে দুটি রেস্টুরেন্ট। ৪২ জন অতিথি একসঙ্গে খাবার খেতে পারেন সেখানে।

ব্রিটিশ দর্শনার্থী জোয়ানা নিউম্যান বলেন, ‘ভারত ভ্রমণে আসা পর্যটকদের আমি অবশ্যই এই ট্রেনে ভ্রমনের জন্য পরামর্শ দেব কেননা এতে চড়লে ভারতের অনেক জায়গা খুব সহজে দেখা সম্ভব। এই ট্রেনভ্রমণে মনে হয়ছে যেন আমি এই ট্রেনের একটা অংশ, এতটা আরামদায়ক ছিল।’

‘তোমাকে উড়তে হবে না, চালাতে হবে না, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে নতুন একটা জায়গায় পৌঁছে গেছো’ যোগ করেন তিনি।

   

ভারতে বাসে আগুন লেগে নিহত ৯



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার (১৮ মে) একটি বাসে আগুন লেগে ৬ নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানায় পুলিশ।

পাশ্ববর্তী পাঞ্জাব রাজ্য থেকে নারী ও শিশুসহ হিন্দু তীর্থযাত্রীদের বহন কারী বাসটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের নূহ জেলার টাউরে কাছে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আগুন লেগে তাদের ৯ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন আহত হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানায়, তীর্থযাত্রীরা যৌথভাবে একটি বাস ভাড়া করে উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন।‘দুর্ভাগ্যজনক বাসটি পাঞ্জাবে ফেরার সময় হঠাৎ আগুন ধরে যায়’ পুলিশ কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

;

পানি আনতে গিয়ে ইসরায়েলের হামলায় শিশুসহ ৮ ফিলিস্তিনি নিহত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল-ফালুজা এলাকায় পানি আনতে গিয়ে ইসরায়েলের গোলাবর্ষণে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।

শনিবার (১৮ মে) গনমাধ্যমটি জানায়, ফিলিস্তিনের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ১০ জন আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, 'আমরা ফালুজা এলাকাকে নিরাপদ মনে করে এখানে বাস্তুচ্যুত হয়েছিলাম। হঠাৎ করেই এই জায়গাটিতে ইসরায়েলিরা গোলাবর্ষণ শুরু করে। এ অবস্থায় আমরা এখন কোথায় যাবো তার নিশ্চয়তাও নেই।'

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার পর পর সেখানে রক্তের স্রোত তৈরি হয়েছে। এছাড়া যে জায়গাটিতে গোলা ছোড়া হয়েছে সেখানকার আশপাশের দোকানে শার্পনেলের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে চলা হামাস-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৫ হাজার ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

;

তেলের ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি অপরিশোধিত তেল বহন করছিল।

এই হামলার খবর শনিবার (১৮ মে) নিশ্চিত করেছে মেরিটাইম সিকিউরিটি ফার্ম-অ্যামব্রে।

মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী ওই অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে হামলার কথা উল্লেখ করে অ্যামব্রে জানিয়েছে, ‘জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাটে আগুন লেগে যায়।’

ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলার খবর পেয়েছে।

যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’

সংস্থাটি বলেছে, ঘটনাটি ইয়েমেনের ৭৬ নটিক্যাল মাইল দূরে ঘটেছে।

;

অভিন্ন মুদ্রা তৈরির কাজ করছে রাশিয়া ও ইরান



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাশিয়ার উদ্যোগে সংগঠিত ব্লক ব্রিকসের কার্যক্রমে ইরান সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলে জানিয়েছে রয়টার্স।

ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে একটি অভিন্ন মুদ্রা চালুর লক্ষ্যে মস্কোর সঙ্গে কাজ করছে তেহরান ।

‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ‘ব্লকটির নতুন সদস্য রাষ্ট্র হিসাবে ব্রিকসে বড় ভূামকা রাখছে ইরান।’

তিনি আরও বলেন, ‘ব্লকটির কাঠামোর মধ্যে অভিন্ন মুদ্রা তৈরি করা হচ্ছে। এই বিষয়ে কাজ করছে রাশিয়া এবং ইরান।’

রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করতে ডলার ব্যবহার করে এবং এক্ষেত্রে পারস্পরিক মীমাংসার ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহারও এজেন্ডায় রয়েছে।

তিনি বলেন, ‘বিশ্বে দ্বিপাক্ষিক বাণিজ্যের ৬০ শতাংশেরও হয় বেশি রুবল এবং রিয়ালে। রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক এখন সুবর্ণ পর্যায়ে রয়েছে।’

আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড: কাজানফোরাম ২০২৪’ ১৫তম বৈঠক কাজানে ১৪ থেকে ১৯ মে অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের প্রতিপাদ্য হলো, ‘বিশ্বাস এবং সহযোগিতা।’

ফোরামের মূল লক্ষ্য রাশিয়ার অঞ্চল এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা এবং সেইসঙ্গে রাশিয়ায় ইসলামী আর্থিক ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা।’

;