ফ্লোরিডা ও ইলিনয়সে এগিয়ে বাইডেন
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির হয়ে লড়ার জন্য আরও একধাপ এগিয়ে গেলেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডা ও ইলিনয়সেও পুল ফেরত জরিপে বার্নি স্যান্ডার্স থেকে বাইডেন এগিয়ে রয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো আভাস দিচ্ছে।
এদিকে মঙ্গলবার আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনাতেও প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এর পুলগুলো এখনও বন্ধ হয়নি।
সর্বশেষ ২১টি রাজ্যে প্রাইমারি ভোটে ১৬ টিতে জয়লাভ করেছে বাইডেন। যার ফলে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক নেতৃত্বের প্রতিযোগিতায় অনেকটা নিশ্চিত হয়ে গেছেন বাইডেন।
মার্কিন গণমাধ্যমের মতামত জরিপ অনুযায়ী, ভোটাররা বাইডেনকেই ভোট দিয়েছেন। চারজনের মধ্যে তিনজনই বলছেন, ট্রাম্পের বিপক্ষে তারা বাইডেনকে চাই। আর পাঁচজনের মধ্যে একজন বার্নি স্যান্ডার্সের নাম উচ্চারণ করেছে।
এদিকে প্রাথমিক ফলাফলগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেননি স্যান্ডার্স। এমনকি সামনের নির্বাচনী প্রচারণা থেকে তিনি সরে আসবেন কিনা তাও জানাননি।
বর্তমানে স্যান্ডার্স কোভিড-১৯ ভাইরাস সঙ্কটে মনোনিবেশ করেছেন। মহামারি ভাইরাসটি রোধে তিনি ২ ট্রিলিয়ন ডলার ব্যয়ের রূপরেখা দিয়েছেন।