'মার্কিনীদের কোভিড-১৯ এর স্রষ্টা বলাটা পাগলামি'

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড -১৯ ভাইরাসটি আমেরিকার সামরিক পরীক্ষাগারে সৃষ্টি করা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার এমন তত্ত্বের বিরোধিতা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চীনের রাষ্ট্রদূত কুই তিয়ানকাই।

তিনি বলেন, এটি বলা 'পাগলামি' হবে।

বিজ্ঞাপন

এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মান্দারিন ও ইংরেজি ভাষা লেখা টুইট বার্তায় দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীই চীনের উহানে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী।

রোববার (২২ মার্চ) আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে বলেন, তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এ বিষয়ে যে ধরনের তত্ত্ব প্রচার করা হয়েছে তা 'পাগলামি' হবে। 'এ জাতীয় জল্পনা কল্পনা কাউকে সাহায্য করবে না। এটি অত্যন্ত ক্ষতিকারক। অবশেষে ভাইরাসটি আসলে কোথা থেকে এসেছে সে সম্পর্কে আমাদের অবশ্যই একটি উত্তর দিতে হবে। তবে, কূটনীতিকদের নয়, এটি বিজ্ঞানীদের কাজ'।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে করোনাভাইরাসকে 'চীনা' বলে উল্লেখ করে চীনকে ক্ষুব্ধ করেছে। জবাবে বেইজিং বলছে, এধরনের মন্তব্য করে ওয়াশিংটন চীনকে বদনাম দেওয়ার চেষ্টা করছে।

করোনাভাইরাসটি চীনের উহান শহরেই প্রথম পাওয়া যায় গত বছরের শেষের দিকে।

কিন্তু চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন যে মার্কিন সৈন্যরাই এই ভাইরাসটি সেখানে নিয়ে গেছে।