ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা গুয়াইদোর বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার (৩১ মার্চ) অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এই ঘোষণা দেন।

এক রাষ্ট্রীয় টেলিভিশন বার্তায় সাব বলেন, গুয়াইদোকে অবশ্যই এই অভিযোগের জবাব দিতে হবে যে তিনি ছিলেন 'রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থান এবং হত্যার নায়ক।'

বিজ্ঞাপন

সাব জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টায় গুয়াইদোকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে প্রতিবেশী দেশ কলোম্বিয়ায় একটি অস্ত্রাগার জব্দের তদন্ত শেষে এই ঘোষণা দেওয়া হয়। যাতে অ্যাটর্নি জেনারেল বলেন অস্ত্রগুলো ভেনেজুয়েলায় পাচার করা হতো।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে গুয়াইদো ওয়াশিংটন সফরে যান যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে গুয়াইদোর পরিচয়পত্রে স্বাক্ষর করেছেন। দেশে ফেরার আগে তিনি জনগণের সমর্থনকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আশা প্রকাশ করেন।