লকডাউনে ফাঁকা রাস্তায় বাঘ-সিংহের রাজত্ব

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাস্তায় গা ছেড়ে ঘুমিয়ে আছে একদল বাঘ/ছবি: সংগৃহীত

রাস্তায় গা ছেড়ে ঘুমিয়ে আছে একদল বাঘ/ছবি: সংগৃহীত

সারাবিশ্ব যখন লকডাউনে মানুষকে ঘরবন্দি করেছে তখন মুক্তির স্বাদ নিচ্ছে পশু-পাখিরা। অবিচ্ছিন্ন নিরাপত্তায় পৃথিবীর সকল রাস্তা-ঘাট যেন তাদের আবাসস্থল।

সম্প্রতি বিভিন্ন দেশে পাখি, ভাল্লুক, শেয়াল, বাঁদরসহ বিভিন্ন বন্য প্রাণী রাস্তা কিংবা শপিংমলে ঘুরে বেড়ানোর দৃশ্য টুইটার-ইনস্টাগ্রামে ভাইরাল হতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় এবার সাউথ আফ্রিকার একটি পার্কে বাঘ ও সিংহের গা ছেড়ে ঘুরে বেড়ানো ও ঘুমানোর দৃশ্য অবাক করেছে সবাইকে।

বিজ্ঞাপন
ফটোগ্রাফার রেঞ্জার রিচার্ড এই ছবিগুলো তুলেছেন

সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্ক থেকে ফটোগ্রাফার রেঞ্জার রিচার্ড এই ছবিগুলো তুলেছেন। ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রেঞ্জার রিচার্ড লিখেছেন, সাধারণ দিনগুলোতে এসব এলাকা পর্যটকের ভিড় থাকে। সহজে এসব বাঘ সিংহের দেখা মেলে না। করোনাভাইরাস মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে সাউথ আফ্রিকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

পার্কের রেস্ট ক্যাম্পের বাইরে বাঘগুলো বিশ্রাম নিচ্ছিল

বুধবার বিকেলে তারা পার্কের রেস্ট ক্যাম্পের বাইরে এভাবে বিশ্রাম নিচ্ছিল। আমার ছবি তোলায় তাদের আরামের ব্যাঘাত ঘটেছে বলে মনে হচ্ছে।

বিজ্ঞাপন

পার্কের মুখপাত্র আইজাক ফাহলা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, দিনের বেলায় এভাবে তাদের শুয়ে থাকতে দেখাটা অস্বাভাবিক। ছবিগুলো অসাধারণ। এই লকডাউনে প্রাণীর আচরণেও বিশাল এক পরিবর্তন আমরা দেখতে পারছি। এসব চিত্র আমাদের বুঝিয়ে দিচ্ছে আমরা প্রাণীর নির্বিঘ্ন বিচরণকে বাধাগ্রস্ত করেছিলাম।