তিন ধাপে শিথিল হচ্ছে অস্ট্রেলিয়ার লকডাউন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দেশটির অর্থনীতি ও সামাজিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য তিন দফা পরিকল্পনার এক রূপরেখা দিয়েছেন। তিনি আশা করেন আগামী জুলাইয়ের মধ্যে এটি সম্পূর্ণ বাস্তবায়িত হবে।

শুক্রবার (৮ মে) দেশটির জাতীয় সংসদ অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

স্কট মরিসন বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে সরকার এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে আরো ভালভাবে কাজ করবে। পরিকল্পনাটি বাস্তবায়নের পর প্রতি তিন সপ্তাহ অন্তর অন্তর অবস্থার পর্যালোচনা করা হবে। ভালো ফলাফল আসলে ধাপে ধাপে সব আগের মত স্বাভাবিক করে দেয়া হবে।

তবে কোনো রাজ্য প্রধান চাইলে সেখানকার অবস্থা বিবেচনা যেকোনো সময় সিদ্ধান্ত বদল করতে পারবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

১ম ধাপে দেশটিতে খুচরা দোকান, ছোট ক্যাফেগুলো খুলে দেয়া হচ্ছে। মানুষ চাইলে এখন আত্মীয়ের বাড়িতে ভ্রমণ করতে পারবে কিন্তু ৫ জনের বেশি নয়, একসাথে ১০ জন দাঁড়িয়ে জনসমাগম করতে পারবে, বাচ্চাদের জন্য খেলার মাঠ ও স্কুল উন্মুক্ত করে দেয়া হবে, এমনকি এক সাথে ১০ জন নিয়ে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান করা যাবে।

এরপরেও যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে ২য় ধাপের অংশ হিসেবে ২০ জনের সমাগমে অনুমতি দিবে সরকার। দোকান পাঠসহ অর্থনীতি নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। ২০ জন দর্শক দিয়ে সিনেমা হল চালানো যাবে। বিউটি পার্লার খুলে দেয়া হবে।

৩য় ধাপে জন-সমাগমের সংখ্যা একশর উপরে নিয়ে যাওয়া হবে। সবাই চাইলে কর্মস্থলে ফিরে যেতে পারবেন। ইন্টার ষ্টেট ভ্রমণ করা যাবে। এবং কিছু বিধি নিষেধের মাধ্যমে বার, ক্লাবগুলো খুলে দেয়া হবে।