তুরস্কের মূল ধারায় বাংলাদেশি ছাত্ররা



কাওসার আহমেদ

  • Font increase
  • Font Decrease

তুরস্ক,ইজমির থেকে: তুরস্কের ভৌগলিক অবস্থান ইউরোপ ও এশিয়া মহাদেশে। এ কারণে জিওপলিটিক্যালি বা স্ট্যাটিজিক্যালি যেমন গুরুত্বপূর্ণ; অন্যদিকে ইউরোপে পাড়ি দেওয়ার আশায় আফ্রিকা ও এশিয়া থেকে আগত অবৈধ অভিবাসীদের এক স্বর্গরাজ্য। এই তালিকায় বাংলাদেশিদের সংখ্যা কম নয়। এক দশক আগেও বাংলাদেশীদের এখানে অবৈধ অভিবাসী হিসাবেই পরিচিতি ছিল। এখন এ চিত্র পাল্টেছে। তুর্কীদের কাছে বাংলাদেশ মানে মেধাবীদের দেশ-এই পরিচয় ব্যাপকতর হয়েছে।

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির মূল ধারায় আসতে শুরু করেছে। বেশ কয়েকজন  বাংলাদেশি তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিক হয়েছেন। এছাড়া স্কলারশিপ  নিয়ে  প্রায়  ১০০ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। প্রায় ২০০ জন অনার্স ও মাস্টার্স পড়ছেন। সেই সাথে সেলফ ফান্ডে আরও অনেকেই পড়ালেখা করছেন তুরস্কে।

কিছু সংখ্যক ব্যবসায়ীরাও তুরস্কে অবস্থান করে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। তবে এখনো  ইউরোপের জার্মানি, ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের মত বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেনি। বাংলাদেশ থেকে তুরস্কে  শিক্ষাথীরা আগমনের সংখ্যাই বেশি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/14/1534226315146.jpg

প্রতি বছর বিশ্বের ১৯০ টি দেশ থেকে ৫০০০  শিক্ষার্থী কে সরকারি স্কলারশিপে নেয় তুর্কি।ইউরোপিয়ান ইরাসমুস স্কলারশিপ ও দিয়ানাত স্কলারশিপ প্রদান করা হ্য়। এছাড়াও বিভিন্ন এনজিও এবং ইউনিভার্সিটির পৃথক স্কলারশিপও চালু রয়েছে। এ সুযোগে তুরস্কে এখন বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখানে উচ্চশিক্ষা গ্রহণে আসছেন।  

সম্প্রতি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে মাজহারুল ইসলাম রবিন তুরস্কের হাজেতেপে ইউনিভার্সিটিতে সরকারি স্কলারশিপ নিয়ে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তুরস্কের নেভশেহির হাজী বেকতাস ভেলি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।

তিনি বলেন, ‘আই ফিল প্রাউড, এটা আমার, আমার পরিবারের, এলাকার ও সবশেষে বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আর বাংলাদেশিদের জন্য তুর্কি ইজ দ্যা বেস্ট অপশন, কারন এখানের লাইফস্টাইল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, কোয়ালিটি এডুকেশন তারপর মুসলিম হিসাবে খাদ্যাভ্যাস এর ক্ষেত্রেও হালাল হারাম খোঁজার কোন দুশ্চিন্তা নেই।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/14/1534226337751.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টাল সার্জারি সম্পন্ন করেছেন ডা. আবু শামিম মুহাম্মাদ সাদাত খন্দকার। তারপর জাপানের টোকিও মেডিক্যাল এন্ড ডেন্টাল ইউনিভার্সিটি থেকে মলিকুলার কারনিফ্যাইসাল এম্ব্রিওলজিতে পিএইচডি শেষ করেন। বর্তমানে তুরস্কের গাজী আনতেপ ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব মেডিসিন এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত।

আবু বকর সিদ্দিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আর্কিওলজীতে পড়ালেখা করে এখন তুরস্কের সরকারী স্কলারশিপে মারদিন আরতুকলু ইউনিভার্সিটিতে একই বিষয়ে পিএইচডি করছেন। একইসাথে এই বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে শিক্ষকতা পেশাও নিয়োজিত।

সরয়ার আলম এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তুরস্কে আঙ্কারা ও ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে তুর্কি সরকারী স্কলারশিপ এর আওতায় সাংবাদিকতায় পড়ছেন। তারপর কিছুদিন শিক্ষকতাও করেছেন ফাতিহ সুলতান মেহমেত ভাকিফ ইউনিভার্সিটিতে। তুর্কি সরকারের রাষ্ট্রীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনদোলু এজেন্সিতে তিনি ডেপুটি চিফ রিপোটার হিসাবে কর্মরত আছেন।  

মেহেদী হাসান ঢাকার ইন্টারন্যাশনাল বিশ্বিবিদ্যালয়ে অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছেন তুরস্কে। সরকারী বৃত্তি নিয়ে কারাদেনিজ টেকনিক্যাল ইউনিভার্সিটিতে একই প্রোগ্রামে মাস্টার্স করেন। তিনি সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য ড্রোন আবিষ্কার করেন। বর্তমানে ভেরা ইলেকট্রমেকানিক আ.সে. নামে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তুরস্কে কর্মরত আছেন।

 

   

কপ্টার বিধ্বস্তে বুলেটের কোনো চিহ্ন ছিল না: ইরানের সশস্ত্র বাহিনী



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যান্যদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তে বুলেট বা অন্য কোনোকিছুর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

হেলিকপ্টারট পূর্বপরিকল্পিত রুট ধরেই চলছিল এবং সে রুট থেকে সেটি বিচ্যুতও হয়নি বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

শুক্রবার (২৪ মে) ইরানের বার্তাসংস্থা মেহর নিউজ এ খবর প্রকাশ করে জানায়, বৃহস্পতিবার রাতে সশস্ত্র বাহিনী এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে।

খবরে দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর দ্য জেনারেল স্টাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে বিধ্বস্ত হেলিকপ্টারে বুলেট বা এই ধরনের কোনো আঘাতের চিহ্ন খুঁজে পায়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরদিন সোমবার (২০ মে) ভোর ৫টা নাগাদ উড়োজাহাজ থেকে বিধ্বস্তের ঘটনাস্থলটি খুঁজে পান উদ্ধারকারী দল। ঘটনাস্থলটি ছিল দুর্গম পাহাড়ে এবং বনজঙ্গলে ভরা।

তদন্তকারী দলের বরাত দিয়ে প্রাথমিক তদন্ত প্রতিবদনে বলা হয়, এ বিষয়ে আরো জানতে হেলিকপ্টারটির বিশেষ অংশ আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

রোববার (১৯ মে) একটি বাঁধ উদ্বোধন করে ইরানের এক প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। এদিন স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

;

মোদি কেন ২২ জন কোটিপতির জন্য কাজ করছেন : রাহুল



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২৪ মে) বলেছেন, ঈশ্বর তাকে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন। যতো দিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে, ততো দিন পরমাত্মা তাকে ফিরিয়ে নেবেন না।

মোদির মন্তব্যের জেরে রাহুল গান্ধী প্রশ্ন তুলে বলেছেন, ‘মোদিকে পরমাত্মা পাঠিয়ে থাকলে কোভিডের সময় যখন গঙ্গায় মৃতদেহ ভাসছিল, হাসপাতালের সামনে মৃতদেহ পড়েছিল, তখন তিনি থালা বাজাতে বলছিলেন কেন! যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি বলেছিলেন, মোবাইল ফোনের আলো জ্বালাও। যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি কেন শুধু আদানি, আম্বানীর মতো দেশের ২২ জন কোটিপতির জন্য কাজ করছেন?’

সম্প্রতি বারাণসীতে এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি এত প্রাণশক্তি কোথা থেকে পান? তিনি উত্তরে বলেন, ‘যত দিন মা বেঁচে ছিলেন, আমার মনে হতো বোধ হয় আমার জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়েছে। কিন্তু, মা চলে যাওয়ার পরে আমার অভিজ্ঞতা মিলিয়ে বলতে পারি, আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। সেই জন্যই এতো কাজের প্রাণশক্তি। কোনও কাজ আমাকে দিয়ে করানোর রয়েছে। সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে।”

শুক্রবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ৭৩ বছর বয়সি মোদি বলেন, ‘ঈশ্বর আমাকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন। আমার পূর্ণ বিশ্বাস, যতো দিন না সেই লক্ষ্য পূরণ হচ্ছে, আমাকে পরমাত্মা ফিরিয়ে নেবেন না।’

প্রসঙ্গত, ২০৪৭-এ নরেন্দ্র মোদির বয়স হবে ৯৬ বছর।

বৃহস্পতিবার উত্তর-পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন রাহুল গান্ধী। দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ। শুক্রবারই ছিল প্রচারণার শেষ দিন।

রাহুল জনতাকে প্রশ্ন করেন, তারা মোদীর সাক্ষাৎকার দেখেছেন কি না? উত্তর-পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্রের প্রার্থী কানহাইয়া কুমারও সেখানে হাজির ছিলেন।

রাহুল বলেন, ‘কানহাইয়া যদি আমাকে এসে বিশ্বাস করে বলে যে ওর জন্ম জৈবিকভাবে হয়নি, ওকে পরমাত্মা পাঠিয়েছে, আমি কানহাইয়াকে হাত জোড় করে বলব, এইসব কথা তুই ভুল করেও বাইরে বলিস না। কিন্তু দেশের প্রধানমন্ত্রী খোলাখুলি বলছেন, তার জন্ম জৈবিকভাবে হয়নি। তাকে পরমাত্মা পাঠিয়েছে। তার চামচারা বাহ, বাহ করছেন। যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি কোভিডের সময় বলছেন, থালা বাজাও। যখন গঙ্গায় লাশ ভাসছে, হাসপাতালের সামনে মানুষ শেষ নিশ্বাস ত্যাগ করছে, তখন প্রধানমন্ত্রী এসে বলেন, তিনি প্রধানমন্ত্রী নন, ঈশ্বর প্রেরিত।’

রাহুল আরও বলেন, ‘যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তার কাছে তরুণরা চাকরি চাইলে তিনি বলছেন, নালায় গ্যাস রয়েছে। সেই নালায় পাইপ ফেললে গ্যাস বের হবে। তাতে আগুন জ্বালিয়ে পাকোড়া বানাও। যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি শুধু ২২ জন কোটিপতির জন্য কাজ করেন। শুধু আদানি ও আম্বানীর জন্য কাজে ব্যস্ত থাকেন।’

রাহুল বলেন, ‘সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছে, ধনীরা কেন আরও ধনী হচ্ছেন? গরিবরা কেন আরও গরিব হচ্ছেন? মোদীজি ৩০ সেকেন্ড ভেবে উত্তর দিয়েছেন, তাহলে কি আমি সবাইকে গরিব করে দেব?’

এরপর রাহুল মজা করে বলেন, ‘হে পরমাত্মাজি, আপনি এ কেমন লোককে পাঠালেন?’

দিলশাদ গার্ডেনের প্রচারের পরে মেট্রো রেলে চেপে উত্তর-পশ্চিম দিল্লির মঙ্গলপুরীতে মহিলা সম্মেলনে যান রাহুল। পরে টুইট করে মনে করিয়ে দেন, দিল্লির মেট্রো রেল কংগ্রেসের আমলেই চালু হয়েছিল। প্রচারণার ফাঁকে অন্ধ্র ভবনের রেস্তরাঁয় গিয়ে মধ্যাহ্নভোজ সারেন।

মহিলা সম্মেলনে রাহুল অভিযোগ করেন, ‘বিজেপি নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চায়। কংগ্রেস ক্ষমতায় এলে গরিব নারীদের বছরে এক লাখ টাকা করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি মনে করিয়ে দেন রাহুল।’

রাহুল বলেন, ‘নির্বাচনের আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছে। নির্বাচনের পরে সিলিন্ডারের দাম বাড়লে কীভাবে সংসার চলবে?’

;

যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্তের আদেশে স্বাক্ষর করলেন পুতিন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৩ মে) মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করেছেন।

যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার জবাবে তিনি এমন পদক্ষেপ নিলেন বলে জানিয়েছে রয়টার্স।

ওই ফরমানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বেআইনিভাবে মস্কোর সম্পদ বাজেয়াপ্ত করায় নিজ কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন সংস্থার আদালতে আইনি প্রতিকার চাওয়ার অধিকার থাকবে রাশিয়ার।

এক্ষেত্রে রাশিয়া সরকারের একটি বিশেষ কমিশন মার্কিন সম্পদ বা সম্পত্তি শনাক্ত করবে।

এসবের মধ্যে রাশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের স্থাবর ও অস্থাবর সম্পদ, সিকিউরিটিজ, রাশিয়ার প্রতিষ্ঠানে থাকা শেয়ার এবং সম্পত্তি রয়েছে।

এসব মার্কিন সম্পদ রাশিয়ার ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা যেতে পারে।

এ ফরমান বাস্তবায়নের সুবিধার্থে রাশিয়ার আইনে সংশোধনী আনার জন্য সরকারকে চার মাস সময় দেওয়া হয়েছে।

এদিকে, বড় অংকের ঘুষ নেওয়ার সন্দেহে সেনাবাহিনীর জেনারেল স্টাফের উপ-প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ভাদিম শামারিনকে আটক করেছে রাশিয়া।

আল জাজিরা জানিয়েছে, এ নিয়ে এক মাসে চতুর্থ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করলো মস্কো প্রশাসন।

একটি সামরিক আদালত বুধবার (২২ মে) আদেশ দেন যে, জেনারেল শামারিন, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যোগাযোগ অধিদপ্তরের প্রধানের পদে রয়েছেন, ঘুষ গ্রহনের অভিযোগে তাকে দুই মাসের জন্য কারাগারে পাঠানো হবে।

সামরিক চুক্তি সংক্রান্ত দুর্নীতি বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসাবে অন্যান্য শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর শামারিনকে আটক করা হলো।

এই মাসের শুরুতে ইউক্রেন আক্রমণের সাবেক শীর্ষ কমান্ডার মেজর-জেনারেল ইভান পপভ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী অধিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ইউরি কুজনেটসভকে ঘুষের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

;

মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন।

খবরটি বৃহস্পতিবার (২৩ মে) রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এমন ঘোষণা দিলেন।

জনসন বলেছেন, ‘আমরা শিগগিরই কংগ্রেসের যৌথ অধিবেশনের জন্য ক্যাপিটলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাব।’

তিনি আরও বলেন, ‘সফরটি ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী সমর্থন প্রদর্শনের প্রতীক হবে।’

বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে দুটি ধাক্কা খেয়েছে ইসরায়েল। কারণ, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে।

অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

এমন প্রেক্ষাপটে নেতানিয়াহু ঘনিষ্ঠ মিত্রদেশ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েল নজিরবিহীন হামলা চালায়। হামলায় অন্তত ১ হাজার ১৭০ জন নিহত হন। তারা অন্তত ২৫০ জনকে আটক করে নিয়ে যায়।

জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই হামলা প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধের অবিচল সমর্থক যুক্তরাষ্ট্র। তবে গাজায় বেসামরিক মৃত্যুর ক্রমবর্ধমান প্রাণহানি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছুটা উদ্বেগ আছে। এই প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় অভিযান নিয়ন্ত্রণে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন। এমনকি তিনি ইসরায়েলকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি পর্যন্ত দিয়েছেন।

;