ঘর থেকে বের হওয়ার অনুমতি পেল তুরস্কের শিশুরা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তুরস্কের শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। সরকারের দেয়া ঘোষণা অনুযায়ী শুধুমাত্র ১৪ বছর বয়সী শিশুরাই এর আওতায় পরবে।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা সময় শুধুমাত্র ১৪ বছর বয়সী শিশুরা ঘর থেকে বের হতে পারবে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ১৫ থেকে ২০ বছর বয়সীরাও এখন থেকে শুধু শুক্রবার বাড়ির বাইরে যেতে পারবে।

বিজ্ঞাপন

দীর্ঘ এক মাস পর তুরস্কে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। আগামী সপ্তাহে আরো কিছু বিধি নিষেধ শিথিল করা কথা রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার মানুষ। এদের মধ্যে ৩ হাজার ৯৫২ জন মারা গেছেন। আবার শনাক্তদের মধ্যে প্রায় ১ লাখ ২ হাজার রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।।।