ডব্লিউএইচওকে ‘চীনের পুতুল’ বললেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ছবি: সংগৃহীত

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের পুতুল’— বলে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন সহায়তা বন্ধের হুমকি দেন ট্রাম্প। 

সোমবার (১৮ মে) হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তারা চীনের পুতুল, আরও ভালো বলতে তারা হলো চীন-কেন্দ্রিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার দেয়। এটি যে কোনো দেশের তুলনায় বৃহত্তম অবদান। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া এই সহায়তা বন্ধের বিষয়েও ভাবছেন বলে জানান এই নেতা।

তিনি বলেন, আমরা যে সহায়তা দিতাম তা বন্ধের পরিকল্পনা করছি। কারণ আমাদের সঙ্গে সঠিক আচরণ করা হয়নি। এছাড়াও ডব্লিউএইচও আমাদের অনেক খারাপ পরামর্শ দিয়েছিল।

বিজ্ঞাপন