করোনা চিকিৎসায় রাশিয়ার ‘গেম চেঞ্জার’ অ্যাভিফাভির

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহ থেকে করোনভাইরাস রোগীদের চিকিৎসায় রাশিয়া অ্যান্টিভাইরাল ড্রাগ সরবরাহ করার অনুমোদন দিয়েছে। রাশিয়া এ ওষুধের নাম দিয়েছে ‘গেম চেঞ্জার’।

সোমবার (১ জুন) রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

‘গেম চেঞ্জার’ ওষুধের নাম করনের পিছনে ব্যাখ্যা দিয়ে রাশিয়া সরকারের এক কর্মকর্তা বলেন, মহামারির কবল থেকে এ ওষুধ মানুষকে স্বাভাবিক অর্থনৈতিক জীবনে ফিরে আসার গতি অর্জন করবে। এজন্যই এর নাম দেওয়া হয়েছে গেম চেঞ্জার। 

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান এক সাক্ষাৎকারে বলেন, ‘গেম চেঞ্জার’ অর্থাৎ অ্যাভিফাভির নামে, প্রথম সম্ভাব্য কোনো ওষুধ করোনভাইরাস চিকিৎসায় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক অনুমোদিত হয়েছে। শনিবার (৩০ মে) এটির ক্লিনিক্যাল ট্রায়ালের পরে অনুমোদিত ওষুধের সরকারি তালিকায় অ্যাভিফাভির নাম সংযুক্ত হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে ওষুধটির আশাব্যঞ্জক ফল পাওয়া গিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাশিয়ার হাসপাতালগুলোতে ১১ জুন থেকে করোনা চিকিৎসায় এ ওষুধের ব্যবহার করা হবে। প্রতিমাসে আমরা সর্বোচ্চ ৬০ হাজার রোগীকে এ ওষুধ দিয়ে চিকিৎসা দিতে সক্ষম।

আরডিআইএফের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে ৩৩০ জন রোগী অংশ নেয়। ওষুধটি বেশিরভাগ ক্ষেত্রে সফলভাবে চার দিনের মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছিল।