মিয়ানমারে ভূমিধসে ১৬২ খনি শ্রমিকের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে ১৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এ ঘটনায় আহত আরও ৫৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার (২ জুলাই) কাচিন প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মিয়ানমারের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা পাহাড়ি অঞ্চলে পাথর সংগ্রহ করছিল। এ সময় ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে খনিতে কর্মরত শত শত শ্রমিক কাদার স্তরে আটকে পড়ে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে মিয়ানমারের ফায়ার সার্ভিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের জেড পাথরের খনিতে কাজ করতে গিয়ে প্রতি বছরই অনেক শ্রমিক মারা যান। এ খনিজ শিল্পে কম বেতনে অভিবাসী শ্রমিকদের কাজে লাগানো হয়। মিয়ানমারে এই ব্যবসা যথেষ্ট লাভজনক হলেও অব্যবস্থাপনা রয়েছে।

বিজ্ঞাপন

সবুজ রঙের জেড পাথর অলঙ্কারে ব্যবহারের জন্য অন্যতম দামি পাথর। বিশ্বের সবচেয়ে বেশি জেড পাথর মজুদ রয়েছে মিয়ানমারে।