সরকারি ব্যবস্থাপনার হাজীদের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে সোমবার

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিমানবন্দরে হাজীদের ভিড়, ছবি: সংগৃহীত

বিমানবন্দরে হাজীদের ভিড়, ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজপালন শেষে সরকারি ব্যবস্থাপনার হাজীদের নিয়ে ফিরতি হজ ফ্লাইট শেষ হবে সোমবার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হাজী শেষ ফিরতি হজ ফ্লাইটটি দেশে ফিরবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৬ হাজার ৭৫৫ জন হজপালন করেছেন।

সরকারি ব্যবস্থাপনা ছাড়া বেসরকারি ব্যবস্থাপনার হাজীরাও দেশে ফিরছেন। রোববার রাত পর্যন্ত ৮৫ হাজারের বেশি হাজী দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজ ফ্লাইট শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সযোগে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) হজযাত্রী হজপালনের জন্য সৌদি গমন করেছেন।

এদিকে হজপালনের যেয়ে রোববার পর্যন্ত ১৩১ জন বাংলাদেশি হাজী ইন্তেকাল করেছেন। ইন্তেকালকারীদের মধ্যে পুরুষ হাজী ১১০ জন ও নারী হাজী ২১ জন। তারা সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা, মিনা ও আরাফাতের ময়দানে ইন্তেকাল করেছেন। সৌদি আরবের সঙ্গে হাজীদের দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী ইন্তেকালকারী হাজীদের সৌদি আরবেই দাফন করা হয়।