আরও ২৫টি উমরা এজেন্সির অনুমোদন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাবা শরীফ, মক্কা, সৌদি আরব, ছবি: সংগৃহীত

কাবা শরীফ, মক্কা, সৌদি আরব, ছবি: সংগৃহীত

পবিত্র উমরা কার্যক্রম পরিচালনার জন্য তৃতীয় পর্যায়ে আরও ২৫টি উমরা এজেন্সি সরকারের অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুমোদপ্রাপ্ত এসব এজেন্সির তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ১৬ নভেম্বর প্রথম পর্যায়ে ১৬৭টি, ২৪ নভেম্বর দ্বিতীয় পর্যায়ে ৫৬টি অনুমোদিত উমরা এজেন্সির তালিকা প্রকাশ করা হয়। তিন ধাপে প্রকাশিত অনুমোদনপ্রাপ্ত উমরা এজেন্সির সংখ্যা ২৪৮টি।

অনুমোদিত উমরা এজেন্সিগুলোকে শর্তসাপেক্ষে উমরা যাত্রীদের সৌদি আরব পাঠানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। শর্তগুলো হলো-

বিজ্ঞাপন

জাতীয় হজ ও উমরা অনুচ্ছেদ ২২.২.১, ২২.২.২, ২২.২.১২ অনুযায়ী যথাসময়ে উমরা যাত্রী প্রেরণ, তাদেরকে যথাযথ সেবা প্রদান এবং যথাসময়ে দেশে ফেরত আনতে হবে। ১৫ শাওয়াল ১৪৪৩ হিজরি তারিখের মধ্যে প্রেরিত উমরা যাত্রী সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসার বিস্তারিত প্রতিবেদন পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর দাখিল করতে হবে।

জাতীয় হজ ও উমরা নীতি-২০১৯ এর অনুচ্ছেদ নং ২২.২.৩ অনুযায়ী অনুমোদিত বৈধ এজেন্সি সরকার অনুমোদিত নির্ধারিত কোটার অতিরিক্ত উমরা যাত্রী প্রেরণ করতে পারবে না।

জাতীয় হজ ও উমরা নীতি- ২০১৯ এর অনুচ্ছেদ নং ২২.২.৪ অনুযায়ী কোনো উমরা যাত্রী যথাসময়ে দেশে ফেরত না এলে সংশ্লিষ্ট উমরা যাত্রীর দেশে ফেরার নির্ধারিত তারিখের ১ মাসের মধ্যে নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও ফেরত না আসার বিস্তারিত কারণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পরিচালক, হজ অফিস, ঢাকা এবং কাউন্সিলর (হজ), বাংলাদেশ হজ অফিস, জেদ্দা বরাবর দাখিল করতে হবে।

জাতীয় হজ ও উমরা নীতি- ২০১৯ এর অনুচ্ছেদ নং ২২.২.৫ অনুযায়ী উমরা যাত্রীদের জন্য সৌদি আরবে ব্যয়িত সকল প্রকার অর্থ এজেন্সির নিজস্ব ব্যাংক হিসাব হতে আইবিএন এর মাধ্যমে প্রেরণ করতে হবে এবং আইবিএন একাউন্ট নম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবশ্যই অবহিত করতে হবে।

আরও পড়ুন:

১৬৭টি বৈধ উমরা এজেন্সির তালিকা প্রকাশ

অনুমোদন পেয়েছে আরও ৫৬টি উমরা এজেন্সি

উমরা এজেন্সি কর্তৃক উমরা প্রসেসিং ফি ও প্রদেয় সকল সেবার নির্ধারিত ব্যয় উল্লেখপূর্বক বিভিন্ন ক্যাটাগরির উমরা প্যাকেজ ঘোষণা করবে এবং এর কপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ অফিস, ঢাকায় প্রেরণ নিশ্চিত করবে। প্যাকেজ ঘোষণা না করলে উমরা এজেন্সিকে উমরা যাত্রী প্রেরণের অনুমতি প্রদান করা হবে না।

উমরা লাইসেন্স নবায়নের সময় আগের বছর (২০১৯-২০২০) নির্ধারিত কোটার অতিরিক্ত যাত্রী প্রেরণ করা হয় নাই এবং প্রেরিত সকল যাত্রী দেশে প্রত্যাবর্তন করেছে মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

কোনো এজেন্সির তথ্য ভুল কিংবা অসত্য প্রমাণিত হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সির তালিকা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

এসব শর্ত ভঙ্গ করলে জাতীয় হজ ও উমরা নীতি-২০১৯ অনুযায়ী সংশ্লিষ্ট উমরা এজেন্সি পরবর্তী বছরের জন্য বৈধ তালিকায় অন্তর্ভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে এবং জাতীয় হজ ও উমরা নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, করোনার কারণে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সৌদি আরব উমরার কার্যক্রম বন্ধ করে দেয়। পরে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় ৪ অক্টোবর প্রথম ধাপে সীমিত আকারে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উমরা কার্যক্রম শুরু করে। ১৮ অক্টোবর দ্বিতীয় ধাপে দৈনিক ১৫ হাজার উমরা যাত্রীকে উমরা পালনের অনুমতি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর থেকে তিউনিসিয়া, মিসর ও পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ১৩টি দেশের উমরাযাত্রীদের উমরা পালনের অনুমতি দেওয়া হয়েছে। ওই দিন থেকে দৈনিক ২০ হাজার মুসল্লি উমরা পালন করছেন।

পবিত্র উমরা পালনের বিষয়ে বাংলাদেশি যাত্রীদের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। কিন্তু বাংলাদেশ সরকার ও এজেন্সিগুলো উমরা কার্যক্রমের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে। যেন সৌদি আরব থেকে উমরা চালুর ঘোষণা আসার পর দ্রুত কাজ শুরু করা সম্ভব হয়। এরই ধারাবাহিকতায় অনুমোদিত উমরা এজেন্সির তালিকা প্রকাশ করা হলো।

অনুমোদিত এজেন্সির তালিকা দেখতে ক্লিক করুন