কোরআনের হাফেজ হলেন ওমানের অটিস্টিক শিশু

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোরআনের হাফেজ হলেন ওমানের অটিস্টিক শিশু

কোরআনের হাফেজ হলেন ওমানের অটিস্টিক শিশু

আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ ওমানের এক অটিস্টিক শিশু পবিত্র কোরআন হিফজ করেছেন। আবদুর রহমান বিন উসমান আল আবরি নামের ৯ বছর বয়সী ওই শিশু পুরো কোরআন মুখস্থ করে সবাইকে অবাক করে দিয়েছেন। পবিত্র কোরআন হিফজের মাধ্যমে তীক্ষ্ম মেধার পরিচয় দিয়েছেন। এই বিরল অর্জনের জন্য ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল খলিলি তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন।

ওমানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পবিত্র কোরআন হিফজ করায় আবদুর রহমান, তার বাবা-মা ও শিক্ষকের দীর্ঘদিনের পরিশ্রমকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

বিজ্ঞাপন

ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ শিশুকে সম্মাননা জানিয়ে বলেন, ‘পবিত্র কোরআন হিফজের জন্য সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও ধারাবাহিকতা দরকার। ছেলেটি অটিজমকে পরাজিত করে বড় কিছু অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘এ শিক্ষার্থী অটিজমে আক্রান্ত হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে পবিত্র কোরআন হিফজ করেন। এমনকি সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছে। মা ও শিক্ষক রুকাইয়া আল আবরিয়ার তত্ত্বাবধানে ও অন্যদের উৎসাহ পেয়ে সে হিফজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

ওমানের গ্র্যান্ড মুফতি আবদুর রহমানকে নিজ জীবনে পবিত্র এ গ্রন্থের শিক্ষা বাস্তবায়ন ও বিশ্বব্যাপী এ রোগে ভোগা অন্যান্য শিশুদের জন্য নিজেকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ দেন।

সাধারণত অনেক বাবা-মা অটিস্টিক শিশুদের ভবিষ্যত নিয়ে নানা ধরনের দুশ্চিন্তায় ভুগেন। কিন্তু সামান্য সচেতনতা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে এ শিশুরা অসাধারণ সব অর্জনের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটাতে পারেন। উজ্জ্বল ভবিষ্যত গড়ে নিজেকে নিয়ে যেতে পারেন এক অনন্য উচ্চতায়।

ওমানের রাজধানীর নাম মাসকাট। ঐতিহাসিকভাবেই মাসকাট পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্য বন্দর। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম এবং রাজতন্ত্র প্রচলিত সেখানে।

১৯৭০ সাল থেকে সুলতান কাবুস বিন সৈয়দ দেশটি শাসন করছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিনি ক্ষমতায় আছেন।

ওমান তেলসম্পদে সমৃদ্ধ। এ ক্ষেত্রে তাদের অবস্থান বিশ্বে ২৫তম। অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন থেকে। এ ছাড়া দেশটি মাছ, খেজুর ও কিছু কৃষি পণ্যও রপ্তানি করে। যদিও তাদের প্রতিবেশী দেশগুলো এখনো প্রধানত তেলের ওপর নির্ভর করে চলে। বিশ্ব শান্তি সূচকে ওমানের অবস্থান ৭৪তম।

তিন লাখ ৯ হাজার ৫০০ বর্গকিলোমিটার আয়তনের দেশে জনসংখ্যা ৪৫ লাখের মতো।