হাজিদের হোটেল ভাড়া দিতে অনুমতির আবেদন শুরু

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মক্কার একটি হোটেল থেকে পবিত্র কাবা দেখা যাচ্ছে, ছবি: সংগৃহীত

মক্কার একটি হোটেল থেকে পবিত্র কাবা দেখা যাচ্ছে, ছবি: সংগৃহীত

আগামী বছরের হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। প্রাক-প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে হজযাত্রীদের আবাসন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত ৭ জুলাই থেকে সৌদি আরবের মক্কায় এ কার্যক্রম শুরু করে সৌদি সরকারের হজযাত্রীদের আবাসন বিষয়ক দায়িত্বশীল কমিটি।

শুক্রবার (১২ জুলাই) গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের আবাসন প্রস্তুতি বিষয়ক কমিটি নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। হাজিদের জন্য ভবন ভাড়া দিতে অনুমতি গ্রহণ বা নবায়ন করতে ইচ্ছুক সৌদি নাগরিকদের সংশ্লিষ্ট অফিসে আবেদনপত্র জমা দিতে বলা হয়।

আবেদনপত্র গ্রহণের সময়সীমা উল্লেখ করে বলা হয়, আগামী রজব মাসের শেষ দিন অর্থাৎ আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত তা গ্রহণ করা হবে। আর শাবান মাসের শেষ নাগাদ অনুমোদন কার্যক্রম সম্পন্ন হবে। তা ছাড়া ভবন মালিকদের সংশ্লিষ্ট সব শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়।

বিজ্ঞাপন

পবিত্র হজ মহান আল্লাহর একটি বিশেষ বিধান। হজ শব্দের আভিধানিক অর্থ ‘ইচ্ছা করা।’ হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলিম পুরুষ ও নারীর ওপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

সৌদি সরকারের হিসাব অনুসারে এ বছর ১৮ লাখের বেশি লোক পবিত্র হজ পালন করেন। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন হজ করেছেন। এর মধ্যে ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন বিদেশি এবং দুই লাখ ২১ হাজার ৮৫৪ জন সৌদি নাগরিক ও প্রবাসী রয়েছেন। আর পুরুষ হজযাত্রী ৯ লাখ ৫৮ হাজার ১৩৭ এবং নারী ৮ লাখ ৭৫ হাজার ২৭ জন।

এ বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব গেছেন ৮৫ হাজার ২৫৭ জন। গত ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হয় যা আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে। হজ শেষে ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন ৬৭ হাজার ৯৭৪ হাজি।