কারাগারে থেকে ১৩ হাজার বন্দি কোরআনের হাফেজ হলেন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারাগার, ছবি: সংগৃহীত

কারাগার, ছবি: সংগৃহীত

মরক্কোর কারাগার প্রশাসন জানিয়েছে, দেশটির দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার বন্দি পবিত্র কোরআন হেফজ করেছেন।

সম্প্রতি মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড ২০২৪ সালে মরক্কোর কারাগারে গৃহীত ব্যবস্থার ফলাফল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সেদেশের কারাগারে ১৩ হাজার ৪৬৪ জন বন্দি পবিত্র কোরআন মুখস্থ কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন এবং কোরআনে কারিমে মুখস্ত করেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, মরক্কোর কারাগার সম্পর্কিত এক প্রশ্নে দেশটির সংসদকে জানানো হয়েছে যে, ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোতে, মরক্কোর কারাগার প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুতবা এবং ইসলামবিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্ত করার মাধ্যমে বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে।

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে দেশটি জানিয়েছে, তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।