ভারতের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ওয়াকফ দেওবন্দের মুহতামিম, দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা আল্লামা সুফিয়ান কাসেমী পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তার বাংলাদেশে আসার কথা রয়েছে। বাংলাদেশ সফরকালে তিনি দেশের বিভিন্ন দ্বীনি মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
আল্লামা সুফিয়ান কাসেমী দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবী (রহ) এর বংশধর, দারুল উলুম দেওবন্দের সুদীর্ঘ কালের মুহতামিম কারী তৈয়ব (রহ) এর নাতি ও আল্লামা সালেম কাসেমীর ছেলে।কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির আমন্ত্রণে দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আসছেন তিনি।
আল্লামা সুফিয়ান কাসেমী বুধবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দারুল উলুম ঢাকার শাখা জিয়াউল উলুম মাদ্রাসা সাভারে যাবেন। সেখানে বাদ মাগরিব বয়ান শেষে মোহাম্মদপুরের জামিয়াতুল আবরার রহমানীয়া মাদ্রাসায় রাতে অবস্থান ও ফজরের পর বয়ান করবেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মিরপুরে বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এদিন সন্ধ্যায় নতুনবাজার জামেয়া সাইদিয়া কারিমীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে বয়ান ও বাদ এশা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সীরাতুন্নবী মহাসম্মেলনে অংশ নেবেন।
শুক্রবার সেগুনবাগিচা নূর মসজিদে জুমার বয়ান ও রাতে জামেয়া এমদাদিয়ার (মধুয়াই, ফেনী) ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন।
শনিবার বাগেরহাটের ফকিরহাট কাটাখালীমোড় মাদ্রাসায়ে সালিম কাসেমীর উদ্বোধন করে পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দস্তারবন্দী মাহফিলে বয়ান।
রোববার সকালে ঢাকা খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় বয়ান শেষে দুপুর ২টার ফ্লাইটে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এসব মাহফিলে ইসলামি শিক্ষা ব্যবস্থা, কওমি মাদরাসার প্রয়োজনীয়তা, রাসূলের আদর্শ, আখেরাত-পরকাল ইত্যাদি নিয়ে আলোচনার পাশাপাশি মানুষের আত্মোন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা করবেন।
আল্লামা সুফিয়ান কাসেমী ১৯৫৪ সালের ২৬ সেপ্টেম্বর নানৌতার সিদ্দিকী পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৭৫ সালে দারুল উলূম দেওবন্দ থেকে দরসে নিজামীর পড়াশোনা শেষে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) থেকে প্রাইভেটে ইন্টারমিডিয়েট ক্লাস অধ্যয়ন করেন । তিনি এএমইউ থেকে ব্যক্তিগতভাবে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন এবং মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ধর্মতত্ত্বে এমএ ডিগ্রি অর্জন করেন।
আল্লামা সুফিয়ান কাসেমী ১৯৮৩ সালে দারুল উলূম ওয়াকফ দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। তিনি দরসে নিজামির অন্যান্য কিতাবাদীর পাশাপাশি হাদিস শাস্ত্রের সর্বোচ্চ গ্রন্হ সহিহ বুখারি এবং তিরমিযীর দরস নেন। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর দারুল উলুম ওয়াকফ দেওবন্দের রেক্টর নিযুক্ত হন।
এছাড়া তিনি ২০০৭ সাল থেকে ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্বাহী পরিষদের সদস্য।