যে দোয়া পড়লে শয়তান ক্ষতি করতে পারে না

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া সুন্নত, ছবি: সংগৃহীত

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া সুন্নত, ছবি: সংগৃহীত

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া সুন্নত। এতে মানুষ সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় এবং শয়তান তাকে পথহারা করতে পারে না।

এ প্রসঙ্গে হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো-

বিজ্ঞাপন

بِسم الله تَوَكَّلتُ على اللهِ، وَلاَ حول ولا قُوَّة إِلَّا بالله

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।

বিজ্ঞাপন

অর্থ : আল্লাহর ওপর ভরসা করে তার নামে আমি শুরু করছি। তার সাহায্য ছাড়া ভালো কাজ করা ও অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়।

এ দোয়া প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন নিজ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়বে তখন তাকে বলা হয়, তুমি সঠিক পথ পেয়েছ। তোমার জন্য যথেষ্ট হয়েছে। তুমি সুরক্ষা পেয়েছ। আর শয়তান তার কাছ থেকে সরে পড়ে। আর অন্য শয়তান বলতে থাকে, তুমি ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করবে যে সঠিক পথের সন্ধান পেয়েছে। তার জন্য যথেষ্ট নিরাপত্তা রয়েছে। এবং সব শয়তান থেকে সুরক্ষিত রয়েছে।’ -সুনানে আবু দাউদ : ৫০৯৫