লাইফ সাপোর্টে আল্লামা আশরাফ আলী

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আল্লামা আশরাফ আলী, ছবি: সংগৃহীত

আল্লামা আশরাফ আলী, ছবি: সংগৃহীত

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী রাজধানীর আসগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি প্রফেসর ডা. মিজানুর রহমানের অধীনে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

আল্লামা আশরাফ আলীর মেয়ের জামাতা মাওলানা আতাউল্লাহ আমিন বার্তা২৪.কমকে জানিয়েছেন, বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে বেশ কিছুদিন ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। কয়েকদিন আগে তিনি বাসায় ফেরেন।

মাওলানা আশরাফ আলী দেশে শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তার সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।