নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার পুরস্কার বৃহস্পতিবার

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার পুরস্কার বৃহস্পতিবার, ছবি: সংগৃহীত

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার পুরস্কার বৃহস্পতিবার, ছবি: সংগৃহীত

অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এতে পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকেও পুরস্কৃত করা হবে।

এতে দেশবরণ্য আলেম-উলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আওয়ার ইসলাম পরিবারকে রীতিমত অভিভূত করেছে।

নবীজিকে ভালোবাসার নজরানা দিয়ে পাঠকরা লিখেছেন অসংখ্য চিঠি। সারাদেশ থেকে নবীপ্রেমিকরা চিঠিতে চিঠিতে রাসূলপ্রেমের কথা লিখেছেন মানের মাধুরী মিশিয়ে। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ফলাফল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার জন্য বিচারক ছিলেন, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম রেজা ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় এবারে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে, প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র উমরা পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি করে ‘বাইসাইকেল’। এছাড়া অন্য সাতজন প্রতিযোগিকে দেওয়া হবে বই।

এ আয়োজনের টাইটেল স্পন্সর তাবাসসুম ট্যুরস এন্ড ট্রাভেলস। সহযোগিতায় মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।