চসিক নির্বাচনে হাতপাখার প্রার্থীর মনোনয়ন দাখিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জান্নাতুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দলের নগর সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম মাতব্বর, সেক্রেটারী আল মুহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ফুরকান সিকদার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজিম উদ্দীন ও নওয়াব মিয়া প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটিতে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়, প্রতীক বরাদ্দ ৯ মার্চ। ওই দিন থেকে চলবে আনুষ্ঠানিক প্রচারণা।
প্রথমবারের মতো চট্টগ্রাম সিটিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। আগে সাধারণত ভোট নেওয়া হতো সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম সিটির সবক’টি কেন্দ্রে ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে।