অনেকটা এগিয়ে গেল মমতা, জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা
পশ্চিমবঙ্গে চলছে রাজ্যের তিন কেন্দ্রে ভোটের গণনা। মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামশেরগঞ্জে ভোট হলেও রোববার গোটা ভারতের নজর হাইপ্রোফাইল ভবানীপুরের নির্বাচনী ফলাফলের দিকেই। কারণ এই কেন্দ্র থেকেই ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে এই কেন্দ্রে তাঁকে জিততেই হবে। প্রচারেও বারবার এই কথা বলে ভোটারদের ভোটদানের জন্য আহ্বান জানিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো।
এই কেন্দ্রে গণনা হবে ২১ রাউন্ড। তার মধ্যে অষ্টম রাউন্ড শেষে ২৭ হাজার ৫০২ ভোটে এগিয়ে মমতা। পাশাপাশি জঙ্গিপুর-সামশেরগঞ্জে যথাক্রমে ভালো মার্জিনে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং আমিরুল ইসলাম।
তবে বেলা যত গড়াচ্ছে মমতার বাড়ির সামনে ভিড় বাড়ছে তৃণমূলপ্রেমীদের। সকালের দিকে পুলিশ ব্যারিকেড করে রাখলেও সমর্থকদের উল্লাস বাধ ভেঙেছে। ফলে ফল ঘোষণার আগে সবুজ আবির নিয়ে অকাল হোলিতে মেতেছেন তারা।
অন্যদিকে, ভাল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় কোথাও বাজি ফাটিয়ে, কোথাও আবির খেলে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা।