বিপুল জয়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভবানীপুরে জয় পেলেন ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। লিডের পাহাড় গড়লেন তৃণমূল প্রার্থী নিজেই। ভেঙে দিলেন ২০১১ সালের ভোটের ব্যবধানের রেকর্ড। সেবার ভোট পেয়েছিলেন ৫৪ হাজারের বেশি। এ উপনির্বাচনে ৫৮,৮১২ ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল নেত্রী। পেরিয়ে গেলেন হাফ সেঞ্চুরির ব্যবধান। ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজারের মত।

পাশাপাশি জঙ্গিপুর-সামশেরগঞ্জেও তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জাকির হোসেন জয়ী। নন্দীগ্রামে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ভবানীপুরে ভোটে জিততেই হত মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রচারেও বারে বারে এই উপনির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন তৃণমূল নেত্রী। ভোটারদের ভোটদানের জন্য আহ্বান জানিয়েছিলেন। ঘরের মেয়ের সেই আবদারে সাড়া দিল ভবানীপুরের বাসিন্দারা।

বিজ্ঞাপন

বিপুল ভোটে ভবানীপুরে জয়লাভের কালীঘাটে নিজের বাসভবন থেকে বেরোন মমতা। প্রথমেই ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানান। এরপরই পশ্চিমবঙ্গের বাকি থাকা উপনির্বাচন নিয়ে প্রার্থী ঘোষণা করেন তিনি।