লং জাম্প দিচ্ছে পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের গ্রাফ যেনো লং জাম্প দিচ্ছে। একদিনে রাজ্যে সংক্রমিত ৬ হাজার পার করলো, তবে মৃত দুই সংখ্যার নীচে।
রোববার(২ জানুয়ারি) রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৬ হাজার ১৫৩ জন, মৃত ৮ জন। শনিবার সংখ্যাটা ছিল সাড়ে চার হাজারের বেশি। মৃত ৯ জন। ফলে উদ্বেগ বাড়িয়ে বেড়ে পশ্চিমবঙ্গের সংক্রমণের হার দাঁড়ালো ১৫ দশমিক ৯৩ শতাংশ।
উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। একদিনে সংক্রমিত ৩ হাজার ১৯৪ জন। তারপরেই উত্তর ২৪ পরগনা ৯৯৪, হাওড়া ৫৯৫, দক্ষিণ ২৪ পরগনা ২৮০ জন এবং হুগলি ২১৫ জন। পিছিয়ে নেই নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোয়। এমনকি, করোনার দৈনিক সংক্রমণ আতঙ্কের কারণ হতে চলেছে শৈল শহর দার্জিলিং।
গত চারদিনে পশ্চিমবঙ্গে চারগুণ বেড়েছে করোনার সংক্রমণ। বেড়ে চলা সংক্রমণে লাগাম পরাতে ফের একবার কড়াবিধি-নিষেধের পথে হাঁটল মমতার সরকার। সোমবার(৩ জানুয়ারি) থেকেই জারি হচ্ছে অনির্দিষ্টকালীন এই বিধি-নিষেধ। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যসচিব।