পিছিয়ে গেলো কলকাতা বইমেলা, পশ্চিমবঙ্গে কমছে করোনা
করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই পিছিয়ে গেলো কলকাতা বইমেলা। ৩১ জানুয়ারির বদলে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সোমবার(১৭ জানুয়ারি) এমনটাই জানিয়েছে, কলকাতা বইমেলার আয়োজক পাবলিসার্স বুক সেলার্স গিল্ড। তবে ঠিক কতদিন বইমেলা চলবে তা সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে বুক সেলার্স গিল্ডের বৈঠকে স্থির হবে দিনক্ষণ।
এদিকে, পশ্চিমবঙ্গে একধাক্কায় অনেকটা কমেছে করোনার দৈনিক সংক্রমণ। প্রায় ১০ হাজারের নিচে নেমে রাজ্যটিতে এই মুহূর্তে আক্রান্ত ৯ হাজার ৩৮৫ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। পরিসংখ্যান মতে, রাজ্যটিতে শুধু দৈনিক আক্রান্ত কমেনি, কমেছে মৃত্যুও। একসপ্তাহ আগেই রাজ্যটিতে আক্রান্তের হার ছিল ৩৫ শতাংশ। সেসময় দৈনিক সংক্রম ছিল ২২ হাজারের বেশি।
অপরদিকে, পশ্চিমবঙ্গের মধ্যে করোনা সংক্রমণের পরিসংখ্যানে ভয় ধরাচ্ছিল কলকাতা। বিগত কয়েকদিনে ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫-৬ হাজারের বেশি ছিল। তবে সংক্রমণ কমে সোমবার কলকাতায় দৈনিক আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ১,৭২৩ জন। এর জেরে ফের কোভিডবিধি শিথিল করেছে রাজ্য সরকার। শর্তসাপেক্ষে একাধিক ক্ষেত্রে খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে রাত ১০টা থেকে ভোর ৫টা অবদি চলবে নাইট কারফিউ।