কলকাতায় নির্মাণ হবে দ্বিতীয় বিমানবন্দর

  • বিশেষ সংবাদদাতা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতায় নির্মাণ করা হবে দ্বিতীয় বিমানবন্দর। এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশী ও বিদেশি যাত্রী সামাল দিতে পারছে না। পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ও এর আশেপাশে নতুন বিমানবন্দরের জন্য জায়গা খুঁজতে শুরু করেছে।

দমদমের বর্তমান বিমানবন্দরটি ১ হাজার ৬৪১ একর জমির ওপর প্রতিষ্ঠিত ভারতের পূর্বাঞ্চলে এটি হচ্ছে প্রধান বিমানবন্দর। দ্বিতীয় স্থানে রয়েছে বাগডোগরা। নেতাজি বিমানবন্দর ২০১৭-১৮ সালে ২০ মিলিয়ন যাত্রীকে পরিষেবা দিয়েছে। 

বিজ্ঞাপন

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি বেশ দৃষ্টিনন্দন বিমানবন্দর। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বিমানবন্দরটি পুরস্কারও পায়। বিমানবন্দরের ভেতরে বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন দিয়ে নকশা করা হয়েছে। 

এ বিমানবন্দরটি বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগের প্রধান পথ। 

বিজ্ঞাপন