'পাঁচ মাসের বেশি সময় ওএসডি নয়'

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হাইকোর্ট, ছবি: বার্তা২৪.কম

হাইকোর্ট, ছবি: বার্তা২৪.কম

সরকারি কোনো কর্মকর্তাকে পাঁচ মাসের বেশি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যারা পাঁচ মাসের বেশি সময় ধরে ওএসডি রয়েছেন তাদের আগের পদে ফেরত নিতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) এক রিটে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

রায়ে হাইকোর্ট জনপ্রশাসন সচিবকে একজন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ওই কমিটি পাঁচ মাসের বেশি সময় ওএসডি রয়েছেন তাদের পুনর্বহালসহ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে এসংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন।