ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী।

ছবি: প্রতীকী।

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকচাপায় তাইজুল ইসলাম নামে (৫৫) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তাইজুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন শেষে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তাইজুল ইসলাম। পথে ওই এলাকায় পেছন থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাইজুল ইসলাম মারা যান। এ ঘটনায় আহত হয় তার স্ত্রী-সন্তানও। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।