নেত্রকোনায় হাওরে নৌকাডুবির ঘটনায় তদন্ত কমিটি
নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে আনন্দ ভ্রমণে এসে নৌকাডুবিতে ১৮ জন মৃতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামের নির্দেশে ঘটনার দিন গত বুধবার (৫ আগস্ট) রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফখরুল হাসান চৌধুরী, মদন থানার ওসি রমিজুল হক ও মদন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আহমেদুল।
এদিকে তিনদিনের মধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদের সাথে কথা হলে তিনি জানান, ইতোমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি। আশা করছি যথাসময়েই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।
তিনি আরো বলেন, বুধবার দুপুরে ৪৮ জন যাত্রী নিয়ে হাওরে ডুবে যাওয়া নৌকাটির ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ১৮ জনের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উচিতপুর হাওরে আরও এক মরদেহ উদ্ধার, মোট ১৮