রংপুরে ১শ ভিক্ষুকের পুনর্বাসন করবে জেলা প্রশাসন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরে একশ ভিক্ষুকের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে উদ্যোগ দিয়েছে জেলা প্রশাসন। এই উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপে পাঁচজন ভিক্ষুককে আড়াই লাখ টাকার চেক দেয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত 'ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান' আওতায় এসব চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ঘিরে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ভিক্ষুকের পুনর্বাসন ও তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী ঘোষিত এই উদ্যোগে রংপুরে শতাধিক ভিক্ষুকদের আর্থিক সহায়তা দেয়া হবে। ভিক্ষাবৃত্তি ছেড়ে আয়ের বিকল্প ব্যবস্থার জন্য ভিক্ষুকদেরও আগ্রহ থাকতে হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চেক বিতরণের প্রথম ধাপে ৫ জন ভিক্ষুকের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝে চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।