জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়াই নৌকা চালানোর অপরাধে ২ মাঝিকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোনো প্রকার জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়াই নৌকা চালানোর অপরাধে নাটোরের হালতি বিলের দুই মাঝিকে ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ জানান, বিলে চলাচলকারী নৌযানগুলোকে পর্যাপ্ত জীবন রক্ষার সরঞ্জামাদিসহ পরিচালনার আহ্বান জানিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়। এই নির্দোশনা কার্যকর হচ্ছে কি না, তা পরিদর্শন গিয়ে কোনো প্রকার জীবন রক্ষাকারী বয়া বা লাইফ জ্যাকেট না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নৌকা চালককে আরিফুল ও শাহেদকে ৪০০ টাকা করে জরিমানা করা হয়। নির্দেশনা মেনে নৌকা চালাতে সকল মাঝিকে অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।