কুষ্টিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

গণপরিবহনে অভিযান পপরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত

গণপরিবহনে অভিযান পপরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত

গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কুষ্টিয়া জেলার বিভিন্ন রুটে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট আহমেদ সাদাত এবং সবুজ হাসান।

বিজ্ঞাপন

নির্বাহী মাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৪ টি মামলায় ২৮ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন