কষ্টি পাথরের মূল্যবান মূর্তি উদ্ধার, গ্রেফতার ২
মূল্যবান কষ্টি পাথর বিদেশে পাচারের চেষ্টায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে কষ্টি পাথরের স্বরস্বতী শিল্পকর্মের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ (সিপিসি-১, দিনাজপুর) এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকরাই এলাকায় অভিযান চালায় র্যাব-১৩। সেখান থেকে কষ্টিপাথরের অতি মূল্যবান একটি স্বরস্বতী মূর্তি উদ্ধার করা হয়। এসময় লিটন চন্দ্র রায়(৩২) ও লিমন রাজাকে (৩২) গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিটন চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের মৃত ভূপেন্দ্র নাথ রায় এবং লিমন রাজা একই এলাকার বজির মিয়া ছেলে।
তারা পাঁচ থেকে ছয়মাস পূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে কষ্টিপাথরের ওই মূর্তিটি স্থানীয়ভাবে সংগ্রহ করে। এরপর মূর্তিটি নিজেদের হেফাজতে রেখে বিদেশে পাচারের জন্য চেষ্টা করতে থাকেন বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।