অবৈধ জাল উদ্ধারে মৎস্য বিভাগের অভিযান
দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল উদ্ধারে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলার তিন ইউনিয়নে অভিযান চালিয়ে ৩২টি জাল (চাক, স্লুইজ, বেহুন্দী) উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ নাসির উদ্দীন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল উদ্ধারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন থেকে শুরু করে মাদারবুনিয়া ও মরিচবুনিয়া ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে ৩২টি জালের পরিমাণ প্রায় ৫ হাজার ২০০ মিটার। এগুলো আটক করে খাসের হাট নামক স্থানে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। আট মাস আগে থেকে ওই ইউনিয়নগুলোতে আমরা সচেতনতামূলক কাজ করছি। তারপরও জেলেরা সচেতন হয়নি। তাই অবৈধ জাল উদ্ধারে এ অভিযান। মৎস্য সম্পদ রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।