নেত্রকোনায় ট্রলারডুবি: বলগেট নৌকার চালকসহ আটক ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে বালুবাহী বলগেট নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিতে ১০ জন নিহত হওয়ার ঘটনায় ওই বলগেট নৌকার চালকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া ওই বলগেট নৌকাটিও জব্দ করা হয়েছে। জানা গেছে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রলারডুবির ঘটনায় বলগেট নৌকার চালক সোহাগ মিয়া (৩৫), ইঞ্জিনচালক আবাদুল (২২), ও নৌকাটির সহকারি জাফর আলী (৩২), বাপন মিয়া (১৯), ও বাদল মিয়া (৪৫) কে ঘটনার দিনই আটক করা হয়েছে। তারা সবাই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি এলাকার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

এদিকে ট্রলারডুবির ঘটনায় আরো ১০-১২ জন নিখোঁজ থাকায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ। তবে দুপুর আড়াইটা পর্যন্ত নতুন কোনো মৃতদেহ উদ্ধার হয়নি বলেও জানান তিনি।