বগুড়ায় গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

বগুড়ার নন্দীগ্রামে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে উজ্জল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখের মারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত উজ্জল হোসেন নন্দীগ্রাম উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখের মারিয়া গ্রামের বেলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে ভিতরে ঢুকে একটি গাভী গরু চুরি করা হচ্ছিল। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে উজ্জলকে ধরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বার্তা২৪.কমকে বলেন, গণপিটুনিতে উজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে নন্দীগ্রামসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।