৬ জনকে আসামি করে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চার্জশিট
জাতীয়
জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছয় জনকে আসামী করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই চার্জশিট জমা দিয়েছে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
বিজ্ঞাপন
মাসুদুর রহমান বলেন, চার্জশিটে জাবালে নূর পরিবহনের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ, তার সহকারি এনায়েত হোসেন, বাসটির মালিক শাহাদাত হোসেন, অপর বাসের চালক জুবায়ের সুমন, সহকারি আসাদ এবং মালিক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।
তবে অপর দুই আসামি রিপন হোসেন ও সোহাগ আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ছয় আসামিকে অভিযুক্ত করে সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করেছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গ, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও আব্দুল করিম নিহত হন। এ ঘটনায় নিহত দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাদ দিয়ে সাত কলেজকে একটি সমন্বিত প্রতিষ্ঠানিক রূপ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিলো একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সেই সমন্বিত প্রাতিষ্ঠানিকের কি নাম দেওয়া যায় সেটা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেয়া হবে। এর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে।
আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। পরবর্তীতে আমরা সেগুলো নিয়ে কাজ করবো। পড়াশোনার যাতে ব্যাঘাত না হয় সেজন্য আমি আহ্বান করবো শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সব সমস্যার সয়ামধান করা হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ের ৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
শিশুটি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ- বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খায়রুল বাসার বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু উত্তোলন করা শুরু হয়েছে। আলু উৎপাদন করে ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখছে এ অঞ্চলের কৃষকেরা। এবার এ উপজেলার কৃষকেরা নতুন আলু ৯০ টাকা কেজি দরে বিক্রি করছেন বলে জানা যায়। এ অঞ্চলে চাষ হওয়া আলু স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা রনচন্ডী ইউনিয়নের কুঠিয়াল পাড়া গ্রামের কয়েকজন কৃষক আগাম আলু উত্তোলন করছেন। আলু রোপনের ৫৫- ৬০ দিনের মধ্যে আলু উত্তোলন করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে কেউ মাটি খুড়ছে, কেউ কুড়াচ্ছে। কেউ ঠেসে ঠেসে বস্তা ভরছে। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন মাপা হচ্ছে। আলু তোলার এমন দৃশ্য দেখা যায় বিস্তৃণ মাঠ জুড়ে।
জানা যায়, প্রতি বছর এ উপজেলার ক্ষুদ্র-প্রান্তিক কৃষক আমন ধান ঘরে তুলে আগাম বাজার ধরার আশায় আলুর বীজ বপন করেন। বর্তমানে সেই ক্ষেত থেকে আলু উত্তোলন শুরু হয়েছে। বাড়তি ঝামেলা ছাড়াই ক্ষেতেই আলু বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া কয়েক দিনের মধ্যে পুরোপুরি মাঠ থেকে আলু উত্তোলন শুরু হবে। চলতি বছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষক আনারুল ইসলাম বলেন, বরাবরের মত চলতি বছর ১৫ সেপ্টেম্বরে বুননকৃত জমিতে ৫৫ থেকে ৬০ দিনে ফলনযোগ্য আগাম আলু উত্তোলন করছি।জমিতে নারী-পুরুষ মিলে ২০ জন শ্রমিক কাজ করছে। আগাম হিসেবে ফলন কিছুটা কম হলেও বাড়তি খরচ ছাড়াই ক্ষেতের আলু ক্ষেতে ৯০ টাকা কেজি দরে বিক্রি করলাম।
আরেক কৃষক আকবর হোসেন বলেন, আমি আগাম আলু রোপন করেছিলাম আমার খরচ গিয়ে মোটামুটি ভালো লাভ হবে কেজি প্রতি ৯০ টাকা পাইকারের কাছে বিক্রি করলাম।
ঢাকা থেকে আলু কিনতে আসা পাইকার মাসুূদ রানা বলেন, প্রতিবছর এখান থেকে আগাম আলু নিয়ে গিয়ে রাজশাহী, বগুড়া, ঢাকায় বিক্রি করি। এখান থেকে আগাম আলু কিনে ঢাকায় বিক্রি করলে বর্তমান বাজারে যাতায়াত খরচ গিয়ে মোটামুটি লাভ হবে আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লোকমান আলম বলেন, প্রতিবছর এ উপজেলার কৃষকেরা আগাম সেভেন জাতের আলু চাষ করে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। এবছর ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম আলু চাষ করা হয়েছে ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে। এবছর কৃষক আগাম আলু ৯০ টাকা কেজি দরে বিক্রি করছেন।