৫ম বার শ্রেষ্ঠ এসপি'র পুরষ্কার পেলেন বিপ্লব কুমার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরষ্কার পেয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে এটি তার পঞ্চমবারের মতো অর্জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে পুরষ্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

বিজ্ঞাপন

এর আগে করোনা সংক্রমণ ঝুঁকি রোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিআইজি দেবদাস ভট্টাচার্য রেঞ্জের সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রংপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদানের পর মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে বিপ্লব কুমার সরকারকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করেন। পরে
তাকে পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

বিজ্ঞাপন

এছাড়াও সভায় রংপুর জেলা পুলিশের মধ্যে গত আগস্ট মাসের কর্মকাণ্ডের পর্যালোচনায় রংপুর সদর কোতোয়ালি থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ওসি সাজেদুর রহমানকে সহ পুলিশ পরিদর্শক (নিঃ) শফিকুল ইসলাম শফিক, এবং এসআই মনিরুজামান মনিরকে বিশেষ পুরষ্কারে পুরস্কৃত করা হয়।