শেবাচিম হাসপাতালে যুক্ত হলো চারটি হাই ফ্লো নেজাল ক্যানোলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নতুন করে যুক্ত হয়েছে চারটি হাই ফ্লো নেজাল ক্যানোলা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ক্যানোলা শেবাচিম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক।

বিজ্ঞাপন

এ ছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পিপিই হস্তান্তর করা হয়।

এসময় বরিশালের জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের সহকারী অধ্যাপক, রাহাত হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মো. মাহবুবুর রহমান মধু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন