পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া প্রভাষকের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে নৌকায় জুয়া খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ ‍দিয়ে নিখোঁজ প্রভাষক আব্দুল হাই নান্নুর (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪ টার দিকে শেরপুর উপজেলার বাজার এলাকায় বাঙালি নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
আব্দুল হাই সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হরিনাথপুর কলেজের প্রভাষক।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা আওলাকান্দি নামক স্থানে বাঙালি নদীতে নৌকার মধ্যে আসর বসিয়ে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ নদীতে অভিযান চালায়। এসময় দুইজন নদীতে ঝাঁপ দেয়। পুলিশ নৌকা থেকে কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র তছির উদ্দিনসহ (৫০) ৪ জনকে আটক করে।

এদিকে পরিবার দাবি করে আব্দুল হাই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৪ টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে সুঘাট বাজার এলাকায় নদীতে আব্দুল হাই নান্নুর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

শেরপুর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বার্তা২৪.কম’কে বলেন, নদী থেকে মরদেহ উদ্ধর করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।