নাসিকের ৭৫৫ কোটি টাকার বাজেট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) গত বছরের তুলনায় খরচ কমিয়ে ২০২০-২১ অর্থ বছরে ৭৫৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন তিনি। এটি সিটি করপোরেশনের নবম বাজেট। ২০১৯-২০ অর্থবছরে নাসিকের ৮৭০ কোটি ৩৯ লক্ষ ৭৭ হাজার ৭৬ টাকার বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভি।
বাজেট অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আবুল আমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাসিকের কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এবারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৫৮ কোটি ৬৬ লক্ষ ০৫ হাজার ২৪৩ টাকা আয় এবং মোট ৬৫১ কোটি ১৭ লক্ষ ৫৩ হাজার ৬৫৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ৭ কোটি ৪৮ লক্ষ ৫১ হাজার ৫৮৯ টাকা উদ্বৃত্ত থাকবে। অবকাঠামোত উন্নয়নে ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়ন, ২টি লাইট স্থাপনসহ পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।