স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালন করতে মসিক মেয়রের আহবান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালনের আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।

তিনি বলেন, এবার একটি ভিন্ন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসব হতে যাচ্ছে। তবে জীবন রক্ষায় আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধিগুলো অনুসরন করতে হবে। সেজন্য সকল মন্দির ও পূজা কমিটির সহায়তা প্রয়োজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর টাউন হলস্থ এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে সভাপতির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।

মেয়র টিটু আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মন্ডপে হাত ধোয়ার ব্যবস্থা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ ব্যাপারে সিটি করপোরেশন সহায়তা করবে।

বিজ্ঞাপন

সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অ্যাডভোকেট বিকাশ রায়, মহানগর পূজা কমিটির অ্যাডভোকেট তপন কুমার দে, সুচিত্রা সেনগুপ্ত, শংকর সাহা, পন্ডিতবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণাংশু বিকাশ চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তাগণ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন।