অত্যন্ত দক্ষ আইনজীবী ছিলেন রফিক-উল হক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যারিস্টার রফিক-উল হক।

ব্যারিস্টার রফিক-উল হক।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রফিক-উল হক ছিলেন অত্যন্ত দক্ষ আইনজীবী। নব্বই দশকের প্রথম দিকে আমি যখন নারী ও শিশু পাচার রোধে কাজ করতাম, বিশেষ করে শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার বন্ধে আমার আন্দোলনে আইনজীবী রফিক-উল হক সহযোগিতা করেছিলেন।

বিজ্ঞাপন

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: না ফেরার দেশে ব্যারিস্টার রফিক-উল হক