কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না: পররাষ্ট্রসচিব
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন।
পররাষ্ট্রসচিব ধর্মীয় এবং অর্থনৈতিক বিষয়গুলোকে একসঙ্গে মিলিয়ে দেখতে মানা করেন।
তিনি বাংলাদেশের সকল পক্ষকে অনুরোধ করে বলেন, মত প্রকাশের স্বাধীনতাকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করুন এবং মত প্রকাশের স্বাধীনতার নামে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন না।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন অর্থনৈতিক বিষয়গুলোর সঙ্গে ধর্মীয় বিষয়গুলোকে মিলিয়ে ফেলার পরিবর্তে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।
পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ ধর্মের নামে সহিংসতা সমর্থন করে না।