কসবায় ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার কসবার সায়েদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরো চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সায়েদাবাদ এলাকায় একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ওভারটেক করতে যায়।
এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনের দিক থেকে আসা একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এ সময় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সাতজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনজন মৃত্যুবরণ করেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে হতাহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশাটি আটক করতে পারলেও ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন।