ডিআরইউর নবনির্বাচিত সাধারণ সম্পাদকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব নির্বাচিত সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়৷
এ সময় উপস্থিত ছিলেন, ডিআরইউ'র সাবেক সাধারণ সম্পাদক শুক্কর আলী শুভ, সাবেক সাংগঠনিক শেখ জামাল, নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দাড়িয়া, নারী সম্পাদক রীতা নাহার, কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমানসহ ডিআরইউ’র সদস্যগণ।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে মসিউর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ আগামী শনিবার নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।
সৌজন্যে: বিটিভি